সাগর তোমার বাড়ৈই জেলা প্রতিনিধি খুলনাঃ খুলনা সিভিল সার্জন অফিসের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, অচিরেই ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৪ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ম্যাটস শিক্ষার্থীরা। এর আগে ম্যাটস শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি খুলনা সদর হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত ইং ১৩-০২- ২০২৩ বারচিল/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। আমরা লক্ষ্য করেছি উক্ত কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে। যা আমাদের জাতীয় জীবনে দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। তার প্রতিবাদে সারা বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীদের অধিকারের আদায়ের বিষয়ে দীর্ঘ এক যুগ ধরে কাজ করে যাচ্ছে তারই বারবাহিকতায় গত ২৮/০২/২০২৩ ইং তারিখে ঢাকায় সারাদেশের ম্যাটিস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কোর্স কারিকুলাম ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনার সিন্ধান্ত অনুযায়ী লিখিত আবেদনের মধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে গত ১১ই মার্চ ২০২৩ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় টাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনী মিলনায়তনে সদ্য প্রণীত অসংগতি পূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী ১৪ই মার্চ ২০২৩ ইং তারিখে দেশব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে গত ২২শে মে ২০২৩ইং তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করি উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শিথিল করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো কোন দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই । এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পুর্বের লিখিত প্রতিশ্রুতি স্মারক
নং স্বাপকম/চিশিল্প/বেসমেক ও ডকহা ১/২০০৯/৬১২, তারিখ-২৩/০৭/২০০৯ অনুযায়ী “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড করার কথা থাকলেও আমার লক্ষ্য করেছি বিভিন্ন সময় বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড নামে আইন (খসড়া) নিয়ে আলোচনা সভার বিষয় সামনে আসে। আমরা ২০১৯ সাল থেকে একাধিকবার আইনি নোটিশ ও সাংবিধানিক পন্থায় এই বিষয়ে আপত্তি জানিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সংবাদ মাধ্যমের সূত্রে বিগত সোমবার (৭ আগস্ট ২০২৩) আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রত্যেকটি ম্যাটস শিক্ষার্থীরা এই বোর্ড নাম করণ সহ নানাবিধ অসংগতি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩- ১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশে অন্যান্য সকল
ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও আজ ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ (১২) বছর ধরে কোনো সরকারি নিযোগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই । যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এবং একই সাথে ৪ দফা দাবীসমূহ বাস্তবায়নে আজকের এই সংবাদ সম্মেলন । উপরিউক্ত বিষাদীসহ ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের চার (০৪) দফা দাবীসমুহঃ
১. অনতিবিলম্বে ইন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। ২. এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। ৩. কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ চাই। ৪. বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা সদর হাসপাতাল- ইন্টার্ন ব্যাচের তাজমুল ইসলাম, হৃদয় ঘরামী,মিজবা উদ্দিন,মাহিম মল্লিক,রায়হান হোসেন প্রমূখ।