ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) এর সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে আজ ৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) দুপুর ১২- ৫০ ঘটিকায় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সহিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু,আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনার মার্কেটিং বিভাগের প্রধান; সহ-সভাপতি তারক চাঁদ ঢালী, জুয়েলারি মালিক সমিতি; খুলনার সভাপতি ও সহ-সভাপতি সমরেশ সাহা; আইন বিষয়ক সম্পাদক অ্যাড.বিজন মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্বজিত দে মিঠু; সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।