কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা ৩ ( কেন্দুয়া আটপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী সদস্য সচিব ও জিয়া মঞ্চের সহসভাপতি রোটারিয়ান নাজমুল হাসান দুদিন ব্যাপি কেন্দুয়া উপজেলার চিরাং, পাইকুড়া, রোয়াইলবাড়ী আমতলা ও সান্দিকোনা ইউনিয়নে শুক্র ও শনিবার গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেছেন। এ সময় তিনি গণসংযোগের পাশা পাশি তৃনমুল নেতাকর্মীদের সার্বিক খোঁজ খবর নেন ও প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন। তিনি বলেন গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনে তৃণমূলকে উজ্জীবিত করতে নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে কেন্দুয়া উপজেলার চিরাং, পাইকুড়া,রোয়াইলবাড়ি আমতলা ও সান্দিকোনা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করি।
এই সময় মানুষের স্বতস্ফূর্ত ভালবাসা দেখে মুগ্ধ হই।তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে আছি থাকব।যত আপদ বিপদ আসুক না কেন আমাকে আপনাদের পাশে পাবেন।দলকে উজ্জীবিত করতে যা যা দরকার সব করব আপনারা আমার পাশে থাকবেন। রাত অবধি এই গণসংযোগে সাথে ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। গণসংযোগের পূর্বে ছিলিমপুর গ্রামের সদ্য প্রয়াত ডেন্ডু মাতব্বর সাহেবের কবর ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আবুল হোসেন সাহেবের কবর জেয়ারত করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।