পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে খিল্লা পাড়া এলাকায় মদ পান করায় মো: মানিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ। ১ সেপ্টেম্বর রাতে পটিয়া থানার এস আই মামুন, এস আই সোহাগ, এস আই জলিল গোপন সংবাদ খবর পেয়ে মো: মানিক কে গ্রেপ্তার করে। সে খিল্লা পাড়ার আবুল কাসেম এর পুএ। স্থানীয়রা জানান, মানিক দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত তার সহযোগী মহসিন
ও জমজমাট মাদক ব্যাবসা চালিয়ে আসছে বলে এলাকার আওয়ামী যুবলীগ নেতা কর্মীদের অভিযোগ। তাদের গডফাদার হিসেবে রয়েছে সেলিম নামে এক যুবক। তবে আটকের সময় তার কাছে মদ পায়নি বলে পুলিশ দাবি করেন। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান মদ পান করে মাতলামি করায় মানিক নামে এক যুবক কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।