পরীক্ষায় অনিয়ম করায় প্রধান শিক্ষকসহ একই বিদ্যালয়ের ১৪ শিক্ষককে শোকজ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনাঃ ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে আমতলী উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ক্লাস্টার ভিত্তিক প্রশ্নপত্র তৈরি করে সেই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা সেই নির্দেশ উপেক্ষা করে তাদের হাতে তৈরী করা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়।
মঙ্গলবার ইংরেজী পরীক্ষা চলাকালে ওই বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম সহকারী শিক্ষা অফিসার আল আমিনকে আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে ঘটনার সত্যতা পায়।বুধবার উপজেলা

প্রাথমিক শিক্ষা অফিসার হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান, সহকারী শিক্ষক সুনীল কংশ বনিক, নার্গিস আক্তার, নাসিমা, ফাতেমা, লাভলী, কুলসুম, নাজমা, জোহরা ও নার্গিস নিরু, পাপড়ী, খাদিজা আক্তার রুবী, সাজিয়া শিল্পীকে শোকজ নোটিশ দিয়েছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে এসে ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে হাতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের জানান, ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খাঁন ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম মুঠোফোনে বলেন, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ক্লাষ্টার ভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিয়েছেন। প্রশ্নপত্র পরিবর্তনের ক্ষমতা তাদের কে দিয়েছে? তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ওই ঘটনার সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষকসহ ১৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top