কেন্দুয়ায় চাদাবাজি ও লাঞ্চিতের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সভা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন পরিদর্শক (ভারপ্রাপ্ত) শাহীন খানকে লাঞ্চিত ও মরধরের প্রতিবাদে বৃহস্পতিবার( ৩১আগস্ট) সকাল হতে কেন্দুয়া পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করছেন কর্মকর্তা ও কর্মচারিগণ। পরিদর্শক শাহীন খান জানান,গত ২৯ আগস্ট রাত ১১টার দিকে কেন্দুয়া বাজারের ৬নং ওয়ার্ডে ডেঙ্গু মশক নিধন এবং ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ তদারকি করছিলাম।তখন বাদে আঠারবাড়ি গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে রিয়াদ হোসেন তালুকদার দোলন গং এসে আমাকে অহেতুক গালাগাল ও মারধর করেন এবং পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞাকে হত্যার হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগাল করেন। মেয়রের পরিবারের লোকদের নামেও গালাগালসহ নানা হুমকি দেন। এব্যাপারে কেন্দুয়া থানায় মামলা করা হয়েছে। তাই অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে আমারা পৌর কর্মকর্তা ও কর্মচারিগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছি এবং মানববন্ধন করা হবে।

এব্যাপারে কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা বলেন, সরকারি নির্দেশনায় ডেঙ্গু মশা নিধন কল্পে ড্রেন পরিস্কার কার্যক্রমে নিয়োজিত পৌর কর্মচারিকে অন্যায় ভাবে গালাগাল ও লাঞ্চিত করা এবং হত্যার হুমকি অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাই। অপর দিকে কেন্দুয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাদা নেওয়ার অভিযোগ করে উক্ত রিয়াদ হোসেন তালুকদার দোলনের বিরুদ্ধে কেন্দুয়া বাজারের ব্যবসায়ীগণ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে বাহার মার্কেটে প্রতিবাদ সভা করেন। কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক ভূঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার পরিচালনায় বাজারের ব্যবসায়ীরা চাদাবাজির প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়ে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বলেন- অভিযুক্ত রিয়াদ হোসেন দোলন গংদের বিরুদ্ধে চাদাবাজি ও সরকারি কাজে বাধাঁ এবং লাঞ্চিতের ঘটনায় ২টি মামলা হয়েছে। আসামী গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে,কোন রকম ছাড় দেওয়া হবে না।আপনারা শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করুন,পুলিশ আপনাদের পাশে আছে। পরে প্রতিবাদ সভা শেষে সহশ্রাধিক ব্যবসায়ী বিক্ষোভ মিছিল বের করেন। তারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে প্রথম দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top