কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্হি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিকাইল মোল্লার নেতৃত্বে তার অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরতে পারেন তার জন্য নিজের এলাকায় দুয়ারে মেম্বার কর্মসূচি পালন করেছেন। এর ফলে সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা কথা সামনে চলে আসবে। তার ফলে তাড়াতাড়ি সম্ভব সম্ভব সমাধান করতে সুবিধা হবে। তার এলাকায় বসবাস কারি মানুষের কাজের জন্য সবধরনের সুযোগ সুবিধা যাতে পান তার জন্য চেষ্টা করছেন। এই কাজে তাকে সাহায্য করছেন মগরাহাট পশ্চিমের সমিতির সভাপতি শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল
দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ও ব্লক উন্নয়ন বোর্ড র সদস্য তৌফিক মোল্লা । তিনি তার প্রধান শ্রীমতী জৌস্না হাজরা ও তার পঞ্চায়েতের সদস্যদের মধ্যে এই কর্মসূচির অধীনে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সরকারের কাজ আম আদমি কাছে পৌঁছে যাবে। এই কর্মসূচি আগামী দিনে চলবে বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের উস্হি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিকাইল মোল্লা।