সেলিম মাহবুব, সিলেটঃ কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটের ধলাই নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। “জয়” নামের পর্যটক ঢাকা মগবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (২৮ আগষ্ট) বিকেল ২.৩০ ঘটিকার সময় ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান “জয়” সাদাপাথর এলাকায় নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যায়।
এ সময় তার সাথের লোকজন নদীর পানিতে খোঁজাখুঁজি করে প্রায় ২০ মিনিট পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা: সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে ‘জয়’ নামে একজনের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ হাসপাতালে রয়েছে। তবে তার সাথে থাকা লোকজন তাকে সিলেট নিয়ে যেতে চাচ্ছেন।