রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০আগস্ট২০২৩ ) বিকেলে উপজেলার পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সভায় লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন ,নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউর রহমান বদর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহিদদের ও নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক মন্ত্রী ও নাটোর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস কুদ্দুস এমপির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।