দাকোপে যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

দাকোপ(খুলনা) প্রতিনিধিঃ দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে। এ লক্ষে (৩০ আগস্ট) বুধবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাান আলহাজ্ব

শেখ আবুল হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগের সদস্য নান্টু রায়, নিক্্রস ঘোষ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা নেতা মোঃ হারুনুর রশিদ, আব্দুল জলিল তালুকদার, তরিকুল ইসলাম সুমন, মুশফিকুর রহমান সাগর, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন, তালিউর রহমান সানি,

আফজাল হোসেন খান, ইউপি আ’লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জ, অধ্যাপক রামেন্দ্র নাথ সুপদ রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়, চঞ্চল রায়, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, জাহিদুর রহমান মিল্টন, মোঃ আরাফাত আজাদ, পাবক মিস্ত্রী, প্লাবন সরকার, সৌম্য বিশ্বাস, পারভেজ শেখ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার, মাসুম হাওলাদার। সভার পূর্বে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা উপজেলার চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top