নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু জ্বরে বিগত দুই মাসে ১৪ জন আক্রান্ত ও এক জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ইতোমধ্যেই উপজেলার বিজরুল হাসপাতালে-২৮৯ জনকে ডেঙ্গু পরিক্ষা করা হয়েছে। পরিক্ষায় ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। অপরদিকে উপজেলার কুমিড়া গ্রামের হাফিজার নামের এক ব্যাক্তি ডেঙ্গু পজেটিভ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হলে গত ১০জুলাই তিনি মারা যায় বলে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা নিশ্চিত করেন। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এতে করে সাধারন মানুষের মাঝে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়ছে। নন্দীগ্রাম বীজরুল
হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তা ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন এই প্রতিনিধিকে জানান, ইতিমধ্যেই নন্দীগ্রামের ২৮৯ জনের ডেঙ্গু পরিক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৪ জন পজেটিভ হয়েছে। আপর দিকে উপজেলার কুমিড়া গ্রামের হাফিজার রহমান ডেঙ্গু পজেটিভ নিয়ে মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হলে গত ১০ জুলাই মারা যায়। উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ড. তোফাজ্জল হোসেন ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে এলাকায় মাইকিং, সভা-সেমিনার সহ সকল জনসাধারনকে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছেন এবং ঘরে মশারি টানিয়ে থাকার জন্য পরামর্শ প্রদান করছেন।