আর কত লাঞ্ছিত হতে হবে সাংবাদিকদের,এই ঘটনায় বিএমএসএসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইমাদুল ইসলাম, যশোরঃ যশোরে ৭১ টেলিভিশনের সাংবাদিকের পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ক্যামেরা পার্সন শাহারুল ইসলামসহ প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও বিটিভির যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক এসএম ফরহাদকে।
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ লাঞ্ছিত করেন। সেইসাথে প্রশাসনের হাতে সোপর্দ করেন। বিষয়টি নেক্কার জনক,এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজে র‍্যাগিংয়ের শিকার তৃতীয় বর্ষের ছাত্রী,তার বাবা মা বিচার চাইতে গেলে অধ্যক্ষের কক্ষে মারধর ও অবরুদ্ধ করে রাখেন,এ খবর সংগ্রহের করতে যাওয়ায় অধ‍্যক্ষের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা চালায়। চ‍্যানেল ২৪ প্রতিনিধি

কাওছার হোসেন রানা,এশিয়ান টিভির মোঃ ফিরোজ মোস্তফা,বাংলা নিউজ ২৪ ডটকম মুশফিক সৌরভ,ও সময় টিভির শাকিল মাহমুদ,এই হামলার শিকার হয়।
সারাদেশে কেন সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন? এর প্রতিকার চাই। অন্যদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দুর্নীতিবাজ সুপার কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,মহাসচিব সুমন সরদার,বিএমএসএসের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি।সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। বিএমএসএসের যশোর জেলার সভাপতি মোঃ নাসিম রেজা,এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা এবং তাদের লাঞ্ছিত করার ঘটনাটি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top