মধুপুরে বাকী না দেয়ায় ব্যবসায়ীকে মারপিট, টাকা লুট দোকান ভাংচুর

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর এলাকায় বাকী না দেওয়ার জেরে এক মনোহারী দোকান ব্যবসায়ীকে মারপিট টাকা লুট ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গাংগাইর মধ্যপাড়া গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ সুরুজ মিঞা গাংগাইর মধ্যপাড়া পাগলা বাসস্টান্ড এলাকায় মনোহরী দোকান করেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে একই এলাকার শুকুর আলীর ছেলে রিয়াজ মিয়া বাকীতে সিগারেট চাইলে দোকান মালিক সুরুজ আলী দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ উদ্দিন ওরফে ছানা, মৃত করিমের ছেলে ফারুক,

শুকুর আলীর ছেলে রবি, মান্নানের ছেলে সজীব মিলে দোকানে ডুকে দরজা বন্ধ করে সুরুজকে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। পিটানোর এক পর্যায়ে তাকে সাবল দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন সুরুজ আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে সুরুজ আলী ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানান তার পরিবারের লোজকন। এঘটনায় ভুক্ত ভোগীর স্ত্রী সন্তান ও পরিবারের লোকজন এবং এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top