ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনাঃ আজ ২৬ আগস্ট শনিবার সকাল ১০টায় বাংলাদেশ স্কাউট খুলনা জেলার উদ্যোগে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কমিশনার, বাংলাদেশ স্কাউট খুলনা জেলা শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও অনলাইন রেজিস্ট্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি
বাংলাদেশ স্কাউট খুলনা জেলা খান নজরুল ইসলাম। এই কার্যক্রমে খুলনার নয়টি উপজেলা থেকে বাংলাদেশ স্কাউটের কমিশনার, সম্পাদক এবং কাব লিডারগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্পাদক বাংলাদেশ স্কাউট খুলনা মোঃ আমিরুল ইসলাম; সহকারি পরিচালক বাংলাদেশ স্কাউট খুলনা জেলা মোঃ জামাল উদ্দিন; কমিশনার বাংলাদেশ স্কাউট খুলনা জেলা শেখ ফরহাদ হোসেন এবং প্রধান অতিথি খান নজরুল ইসলাম। অনুষ্ঠান চলাকালীন সময়ে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের পরিচালক এবং সম্পাদক মোঃ আবুল খায়ের।