শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টারঃ চাকরিতে আবেদন এর বয়স ৩৫ এর দাবিতে মানববন্ধন করেছে প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ রংপুর বিভাগীয় কমিটি । রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর বিভাগের সমন্বয়ক মোঃ তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদ ও ২ লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম ভূখন্ডের সৃষ্টি হলেও স্বাধীনতার ৫২ বছর পরেও চাকরিতে আবেদনের বয়স পাকিস্তানের সাথে মিল রেখে ৩০ রাখা হয়েছে যা দুঃখজনক । ১৯৯১ সালে সর্বশেষ চাকরিতে আবেদনের ২৭ থেকে ৩০ করা যখন গড়আয়ু ছিল ৫৭ বছর এখন আমাদের গড় আয়ু ৭৩ বছর, যেহেতু গড় আয়ু, মাথাপিছু আয় জীবন যাএার মান বৃদ্ধি পেয়েছে তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ সময়ের দাবি। তিনি বলেন বিশ্বের ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়স ৩৫+ কোনো দেশে ৪০ কোন দেশে ৪৫ কোন কোন দেশে উন্মুক্ত শুধু দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ৩০ এবং বাংলাদেশে ৩০ যা অযৌক্তিক।
বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, বিশ্বের উন্নয়ন অগ্রযাএায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাই বিশ্বের সাথে তালমিলিয়ে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা হোক।চাকরি প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক বলেন আওয়ামী লীগে ২০১৮ ইশতেহারে ৩৩ পাতায় চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির ব্যাপারে যৌক্তিকতার বিচারে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে করোনার বাস্তবতার চেয়ে আর কি যুক্তিকতা থাকতে পারে তাই আগামী ইশতেহারের আগেই ৩৫ বাস্তবায়ন চাই চাকরি প্রত্যাশী মোঃ শাহাজাদা ইসলাম বলেন সেশনজট ও করোনা বিবেচনায় ৩৫ চাই । করোনার মহামারীর কারণে আমাদের যাদের ২৭, ২৮ বয়স ছিল তারা ব্যাকডেট সুবিধা পায় নাই, যা ছাএ সমাজের সাথে বৈষম্য ও প্রতারণার সামিল। চাকরি প্রত্যাশী সুমনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ হলে নারীরা জীবন সংগ্রামে এগিয়ে যাবে।
চাকরি প্রত্যাশী দিলীপ কুমার বলেন ব্যাকডেট নামক মুলা আবিষ্কার করল কে, যে মুলা আমরা চাই না আমরা স্হায়ীভাবে বয়স ৩৫ বৃদ্ধি চাইএবং গতকাল কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রাত নয়টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম সদরের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দীন এমপি সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি করা হয়।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুরবিভাগের সমন্বয়ক মোঃ তাজুল ইসলাম ৩০ আগষ্ট থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্হান কর্মসূচীতে সকলকে অংশ গ্রহণ করার অাহবান ও মানববন্ধনে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন, সাংবাদিক ও উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।##