মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মেহেদী হাসান নয়ন,বাগেরহাটঃ খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মৎস ঘেরের কর্মচারী শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লগপুর এলাকর সাইদুল রহমানের ছেলে শুকর (২৫) একটি পালসার মোটর সাইকেল যোগে‌ তেতুলীয়া ব্রিজে পৌঁছালে অপারদিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার আরদেস আলী জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামপালের ফয়লা বাজার থেকে মোটর সাইকেলযোগে বেলাই যাবার সময় এ দুর্ঘটনা ঘটে ট্রাক ও ট্রাক ড্রাইভার অঙ্গাত রয়েছে,পরবর্তী আইনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top