কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের নিজ উদ্যোগে আইভি রহমান এঁর শাহদাত বার্ষিকী পালিত

 মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হয়ে ২৪ আগস্ট নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর সহধর্মিণী এবং বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি’র গর্ভধারিনী মা কিংবদন্তি নারী নেত্রী বেগম আইভি রহমান এঁর ১৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর

 

ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, আওয়ামী লীগ নেতা মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অব.), লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. গোলাম হোসেন, সদস্য রাজু আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. ফায়েজ উল্লাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবু মুছা নিয়াসা, সহ-সভাপতি মো. সদেকুর রহমান কাঞ্চন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল নিজাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া, আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেন, মো. লোকমান হোসেন ও মো. জহিরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ বেগম আইভি রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top