জাতীয় শোক দিবস উপলক্ষে জাগ্রত খুলনার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসুচি পালন

 খানজাহান আলী থানা প্রতিনিধিঃ সেবামূলক সামাজিক সংগঠন জাগ্রত খুলনার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে ক্ইুজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপন কর্মসুচি পালন করেন । সংগঠনটি শোকের মাস উপলক্ষে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং কার্তিককৃল মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। গতকাল ২৩ আগস্ট কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ফলজ ও বনজ বৃক্ষ উপহার হিসাবে তুলে দেন। সংগঠনটির পক্ষ থেকে প্রায় ১৫০ এর অধিক বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী ও বৃক্ষরোপন কর্মসুচিতে জাগ্রত খুলনার সভাপতি আমিনুল হক টিংকু, প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুম বিল্লাহ পলাশ, সহ-সভাপতি মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম

 

কাজল, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক আশিক মোল্লা, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো সাবেদ, রক্ত দান শাখা সম্পাাদক মাহি, আইসিটি বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান,আল আমিন, নাফিজ। এছাড়াও ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিল। মাবব সেবায় গড়ব দেশ, বদলে যাবে বাংলাদেশ এই স্লোগানে সংগঠনটি করোনাকালীন সময় ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিণœ শ্রেণী পেশার মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক প্রশাংসা অর্জন করে। সেই থেকে সংগঠনটি অসহায় দরিদ্র মানুষের সেবায় এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top