ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ ঠিক পনে সাতটায় ভারত থেকে চন্দ্রের আবর্তনের পাঠানো চন্দ্রযান ৩,সফল, ভাবে নেমেছে চন্দ্রের মাটিতে। সাথে স্বপ্ন পূরণ হল ১৪০,কোটি, ভারতের মানুষের। আজ দক্ষিণ আফ্রিকার ব্রিকেস লিডারশিপ সম্মেলন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইসরো বিজ্ঞানীদের অভিন্দন জানান। সেই সঙ্গে ভারতের এই চন্দ্রযান ৩,সফল, ভাবে চাঁদের মাটিতে ল্যান্ড রোভার করার সাথে খুশিতে মেতে ওঠেন সকল ভারতীয়। এবং আজকের এই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী রইল গোটা বিশ্বের সকল দেশের মানুষ। ইসরোর বিজ্ঞানীদের সাফল্য দেশকে ঐতিহাসিক স্থানে নিয়ে যেতে সাহায্য করেছে। চন্দ্রযান ৩,গত, ২০১৪,সালের, আগে থেকেই পরিক্ষা চলছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন। তার পর বহু চেষ্টা করার ফলে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে , যেকোনো প্রকারে ভারতের তৈরি চন্দ্রযান ৩,উৎক্ষেপন, করা হবে। গত মাসে এটি উৎক্ষেপণ করা হয়। আজ সফল ভাবে চন্দ্রযান ৩,চাঁদের, মাটিতে নামে। আজকের এই সফল চন্দ্রযান ৩,সফলতার, সাথে নামার জন্য ভারতের ইসরো বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। চন্দ্রযান সফল ভাবে চাঁদের মাটিতে নামার জন্য ভারতের বিজ্ঞানীদের, এবং ভারতের প্রতিটি নাগরিক কে অভিন্দন জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু।