হারাধন কর্মকার রাজস্থলীঃ বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থংজমা পাড়ার বাসিন্দা ও দিন মজুর ক্যান্সারে আক্রান্ত মেদুসে মারমা (৫৮) জীবন বাঁচাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।তার ছেলে দুই জন তার মধ্যে এক ছেলে প্রতিবন্ধী, এক মেয়ে কলেজে পড়ুয়া ছাত্রী মানবতার জীবন জাপন করছে দীর্ঘ ৮ মাস ধরে। ক্যান্সারে আক্রান্ত মেদুসে মারমার স্ত্রী থুইসাপ্রু মারমা (৫৩) বলেন বাড়ির সকল সম্বল বিক্রি করে প্রায় দের লক্ষ টাকার মতো খরচ করে ফেলেছি স্বামীর চিকিৎসার জন্য। বর্তমানে একে বারে নিরুপায় হয়ে বসে আছি। ক্যান্সার আক্রান্ত মেদুসে মারমার প্রথমে দাঁতের মাড়ি ফুলে গেলে কিছু টা ব্যথা অনুভব করেন।পরে হাংঙ্গর মাছ খাওয়া পর দিন দিন মুখের একটি সাইটে মাংস বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসা নিতে পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ঢাকা না হলে ইন্ডিয়াই গিয়ে চিৎকিৎসা নেওয়া পরামর্শ দেয়েছেন বলে জানান। ডাক্তারের পরামর্শ মতে কেমো থেরাপি দিতে পরামর্শ দিলে টাকার অভাবে তাও
দিতে পারছিনা। তাই ক্যান্সার আক্রান্ত মেদুসে মারমার জীবন বাঁচাতে সমাজের যারা বিত্তবান লোক আছে তাদের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় নতুন করে জীবন বাঁচাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তার পরিবার। সহযোগিতা পাঠাতে মেদুসে মারমা মোবাইল নাম্বার ০১৮৩৩৪২২০১৮ এবং বিকাশ পার্সোনাল নাম্বার। পিতাঃ মৃত চিংথোয়াইপ্রু মারমা,মাতাঃ মৃতঃ গরামা মারমা,গ্ৰামঃ থংজমা পাড়া,১নং রাজবিলা ইউনিয়ন, বান্দরবান সদর উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা।