হিলিতে পেঁয়াজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১৮ হাজার টাকা জরিমানা

নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুরঃ হিলি স্থল বন্দর এলাকার পেঁয়াজসহ নিত্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দর এলাকায় বাজারের পেঁয়াজ দোকানে পুরাতন মূল্য তালিকা ও বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি বাজারে অভিযান চালিয়ে একটি পেঁয়াজের দোকানে পুরাতন মূল্য তালিকা রাখার অভিযোগে ৮ হাজার টাকা ও বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অপর একটি পেঁয়াজের আড়তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনগণের সার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top