ফাতেমা আক্তার মাহমুদ ইভাঃ ২১শে আগস্ট সোমবার সকাল ১১টায় সংস্হার কেন্দ্রীয় কার্যালয়ে চৌধুরী মল রাজধানী সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। সংস্থার মহাসচিব মাসুদুর রহমান দিপুর সভাপতিত্বের অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশন জনাব আনোয়ার হোসেন আকাশ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ন মহাসচিব রুহুল আমিন প্রধান যুগ্ম মহাসচিব এবিএম সুবহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসান আলী সহমহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ শানু, সাইদুর রহমান শহীদ
জাতীয় সংস্থা কেন্দ্রীয় সহ মহিলা সম্পাদক ও নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার ফাতেমা আক্তার মাহমুদা ইভা। সহ নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ১৫ই আগস্ট এবং ২১শে আগস্ট এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সংস্হার চেয়ারম্যান তার বক্তব্যে বলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন,বাংলা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের পতন,এর মূল কারণ ছিল সঠিক নেতৃত্বের অভাব। সঠিক নেতৃত্ব বাছাইতে ত্রুটি হলে নতুন পতনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টি কামনা করেন।