চিতলমারীর বড়বাড়িয়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন

মিরাজুল শেখ,বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনে দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না শেখের উদ্যোগে সোমবার (২১ আগস্ট) দুপুর ২ টার সময় আওয়ামী লীগ অফিস সংলগ্ন  বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে  এ দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে শাহাদাত বরণকারি সকলের

আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হেলাল উদ্দীন এমপি সহ শেখ পরিবারের সকলের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর উকিল, সহ-সভাপতি খসরু উকিল,যুবলীগ সভাপতি সৈয়দ জান্নাত আলী,  সাধারণ সম্পাদক আজগর মোল্লা, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম সিকদার , বিপ্লব উকিল, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ শেখ,সাধারণ সম্পাদক রহমাত আলী, সহ-সভাপতি জসিম চৌধুরী সহ  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top