ফোন করলেও ১০, ধরলেও ১০ টাকা’ খালেদা জিয়ার আমল

369241802_324908523232317_193620345827243052_n.jpg

ফাতেমা আক্তার মাহমুদা ইভা ঢাকা ঃ  মোবাইল ফোন সর্বজনীন করেছেন বলে আওয়ামী লীগ সরকারই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়ার আমলে ফোন করলেও ১০ টাকা, ধরলেও ১০ টাকা কাটত খালেদা জিয়ার আমল। (২০ আগস্ট) রোববার নবনির্মিত ‌বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবন উদ্বোধন এবং বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ১৯৯৬ সালের আগে ঐ সময় মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় আসার পর তার পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান, তার একটা মাত্র কোম্পানি ছিল সেটাও শুধু ঢাকা

 

আর চট্টগ্রাম চলত। ঢাকায়ও সব জায়গায় চলত না। তখন ১ লাখ ৩০ হাজার টাকা একটা ফোনের দাম ফোন করলে প্রতি মিনিটে ১০ টাকা ফোন রিসিভ করলেও ১০ টাকা কাটত। এই ছিল তখনকার অবস্থা। তিনি বলেন, প্রথম মোবাইল ফোন সর্বজনীন করে আওয়ামী লীগ সরকারই । প্রথমে আমরা তিনটি কোম্পানিকে দিই। এভাবেই আমরা গণমানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ব্যবস্থা নিই। কারণ যত বেশি কোম্পানি হবে তত বেশি প্রতিযোগিতা এবং মানুষেরও বেশি সুবিধা হবে- এই চিন্তা থেকে। পরবর্তীতে সরকারে এসে তো আরও সুযোগ সুবিধা সৃষ্টি করি। আমাদের বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি, কিন্তু মোবাইল সিম ব্যবহার হচ্ছে ১৮ কোটি কাজেই এখন দেখা যাচ্ছে অবাক লাগতে পারে। কিন্তু এখন আর মানুষ একটা মোবাইল ফোন ব্যবহার করে না। কেউ দু-তিনটাও ব্যবহার করে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করা আগে দুরূহ ব্যাপার ছিল। কিন্তু এখন ইন্টারনেট গ্রাহক আমাদের ১২ কোটি ৭০ লাখ। এভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আধুনিক ও প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top