খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগিপোল ৪নং ওয়ার্ডের নূরানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের মাতা মোছা. আঞ্জুমানারা বেগম(৭০) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। তিনি গতকাল ২০ আগস্ট রবিবার দুপুর সোয়া ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিণ অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র এবং ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। আজ ২১ আগস্ট সোমবার সকাল ৯টায় তার জানাযা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, আঞ্জুমানারা বেগম দীর্ঘদিন কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। কিছু দিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং কয়েকদিন তিনি লাইফ সার্পোটে ছিলেন । কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ২০ আগস্ট রবিবার চিকিৎসাধিন অবস্থায় বেলা সোয়া ১টায় ইন্তেকাল করেন। আজ ২১ আগস্ট সোমবার সকাল ৯টায় মরহুমার বাসবভন সংলগ্ন নূরানী জামে মসজিদের ঈদগাহে জানাযা অনুষ্ঠিত হবে। পরে খালিশপুর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুুর রহমানের মাতার ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম.পি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আবিদ হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহবুদ্দিন আহমেদ. সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড সভাপতি(ভারপ্রাপ্ত) কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।