রিপোর্টারঃ মামুনুর রশিদ মামুনঃ দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের নামা পাড়া রেল ব্রীজে ট্রেনে কাটা পড়ে নানী নাতনীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামের বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। আজ (১৯ আগোষ্ট) শনিবার সকাল সাড়ে ১০ টার দিক ঘুরতে বের হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ঘটনা স্থলে গিয়ে যানা যায় পার্বতীপুর- দিনাজপুর রেল পথের পৌর শহরের নামা পাড়া এলাকার তিলাই নদীর ওপর রেল ব্রীজ অতিক্রম করছিলো একদল নারী পুরুষ। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌছে।
নানী মরজিনা বেগম (৬০) ব্রীজ পার হলেও আটকা পড়েন নাতনী সাথী আক্তার (৬)। নাতনীকে বাঁচাতে এগিয়ে এসে দুজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষির বন্দর এলাকার মৃত আঃ মজিদেরর স্ত্রী মরজিনা বেগম (৬০) তার নাতী আতিয়ার রহমানের মেয়ে সাথী। এসময় তাদের সাথে থাকা জান্নাতুন নামে আরেক মহিলা ট্রেন দেখে রেল লাইনের স্লিপার ধরে ঝুলে পড়ে। এঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
নিহতের আত্মীয় আনছার আলী জানায়, শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামের বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। আজ সকালে ঘুরতে বের হয়ে তাদের মৃত্যু হয়। পার্বতীপুর রেল থানার (ওসি) নুরুল ইসলাম জানান,ঘটনাস্থল দিনাজপুর রেল থানার অধীনে হলেও আমরা লাশ উদ্ধার করেছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।