পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় পটিয়া মুন্সেফ বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রুবেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা ডি.এম জমির উদ্দিন। বিশেষ অতিথি
ছিলেন ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রিটন বড়ুয়া, যুবলীগ নেতা মোঃ মামুন, হাসান শরীফ, ইকবাল হোসেন, সুজন বড়ুয়া, ছৈয়দ নুর, মাসুদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু, সহ-সভাপতি মোঃ সজিব, মোঃ আসিফ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জোবায়ের, মোঃ সায়েম, নুরুল ইসলাম মানিক, নাজিমুল হক মাহিম, শেখ রিফাত, সাব্বির হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-
জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারী সহ জড়িতদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।’ তিনি আরো বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি। তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।