হারাধন কর্মকার রাজস্থলীঃ জাগো হিন্দু পরিষদের ৩য় ধাপে ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত ১৬ আগস্ট বুধবার বন্যার্থ ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে সাতকানিয়া ৩টি ইউনিয়নে জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করনের অংশ হিসেবে জাগো হিন্দু পরিষদ (JHP) চট্টগ্রাম জেলার সাথে যোগাযোগ করে সাতকানিয়া উপজেলার আরো ৩টি ইউনিয়নে কালিয়াইশ, আমিলিয়াইশ, পুরানগড়ের কিছু পরিবারে সহযোগিতা নি পাওয়া এলাকায় চট্টগ্রাম জেলা কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখায় যোগাযোগ করেন এবং সহযোগিতা দেওয়ার আশ্বাস দিন। তারে আলোকে জাগো হিন্দু পরিষদ JHP সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে ৩টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত পায়িয়াল, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক পলাশ ভট্টাচার্য, সহ মহিলা বিষয়ক সম্পাদক শ্রুতি দে, বৈশাখী চৌধুরী, সহ অনলাইন বিষয়ক সম্পাদক রিমন নাথ, সদস্য কৃষ্ণ ঘোষ, বিশাল দেবনাথ ও জাগো হিন্দু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখা আওতাধীন পুরানগড় ইউনিয়ন এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখা সভাপতি ডাঃ প্রবীর চক্র বর্তী প্রমুখ। এদিকে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে খুব খুশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।