রিপোর্টারঃ মনজুরুল ইসলাম ::: ফগারের মাধ্যমে মশা নিধন, বদ্ধ পানি নিষ্কাশন,ঝোপঝার পরিস্কার, লিফলেট বিতরণের মধ্য দিয়ে নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি পার্কে এই কার্যক্রমে উদ্বোধন করেন নাটোর-২ আসনের
সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। নাটোর পৌরসভার মেয়র উমা চেীধুরী জলি এর সভাপতিত্বে কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা কাউন্সিলর নাগিস বেগম, আয়েশা বেগম, পান্না বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।