সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সরকারী ও বেসরকারীভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালো ব্যাজ ধারন ও উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, ছাতক থানা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন। সকালে পুষ্পস্তোবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)
আবু শাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্ত্তী, প্রকৌশলী আফসার আহমদ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, বিল্লাল আহমদ, আলহাজ্ব সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত
শোক র্যা লীর নেতৃত্ব দেন মুহিবুর রহমান মানিক এমপি। দুপুরে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের মড়ল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, বিল্লাল আহমদ, আবু বক্কর সিদ্দীক, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আফতাব উদ্দিন প্রমুখ। এদিকে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধাদের নিয়ে পুস্পস্তোবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া সহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।