কামরুজ্জামান শিমুল বাগেরহাটঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ষাটগম্বুজ বায়তুশশরফ আদর্শ আলিম মাদ্রাসা এতিমখানা হেফজখানা ও কারিগরি শিক্ষা কেন্দ্রে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ বৃক্ষরোপণ ক্যান্টিন উদ্বোধন পোশাক বিতরণ এবং দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ই আগস্ট) বেলা ১১ টায় শুরু হওয়া এ সকল অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ আসলাম হোসেন। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীর উপর বিশদ আলোচনা এবং হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাগেরহাট জেলা
ও দায়রা জজ এর পক্ষ থেকে ষাট গম্বুজ বায়তুশশরফ মাদ্রাসার এতিমদের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় উপস্থিত হন বাগেরহাটের সিনিঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইন এবং জেলা লিগ্যাল এইড অফিসার ( সহঃ জজ) ইব্রাহিম খলিল মুহিম। এ সময় তারা ১৫ আগস্টে নিহতদের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। বিচারকদ্বয় মাদ্রাসা চত্বরে একটি ফলজ গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপনের উদ্বোধন করেন। পরবর্তীতে তারা মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ক্যান্টিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরিশেষে ষাটগম্বুজ বায়তুশশরফ আদর্শ আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র কোরিয়া প্রবাসী ওমর ফারুকের সৌজন্যে এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়। শোক দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবীর, বোডিং সুপার হাফেজ মাওলানা মোঃ এনামুল হক, হেফজখানার সুপার হাফেজ তালিমুল ইসলাম, বাইতুশশরফ এতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার, সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, ডাক্তার নজরুল ইসলাম, রাবেয়া খানম, হাওলাদার মাহমুদ আলী, হাওলাদার জালাল উদ্দিন, মোঃ শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।