কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা ৩ ( কেন্দুয়া আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আলমগীর হাসান কেন্দুয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৫ আগস্ট ) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দুয়া প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিরা
ভেবে ছিলো, জাতির জনককে হত্যা করার মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু খুনিরা বুঝতে পারেনি জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত শেখ মুজিবুর রহমান আরো বেশি শক্তিশালী। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সহ সভাপতি সুনীল পোদ্দার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাব সদস্য মোঃ আবু বকর ছিদ্দিক,আটপাড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম মোমেন,কেন্দুয়া উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল,তেলিগাতী সরকারি কলেজের সাবেক সভাপতি দিদার তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।