মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনাঃ বরগুনার আমতলীতে অভ্যন্তরীণ কোন্দলের কারনে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। পুলিশের কড়া প্রহরার কারণে কোনো প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি। একপক্ষের নেতৃত্বে ছিলেন বরগুনা জেলা কর্তৃক ঘোষিত আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
মঙ্গলবার সকাল ১০টায় মেয়র মোঃ মতিয়ার রহমান নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, আলোচনাসভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়। শোক র্যালীতে মেয়র অনুসারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও তিনি শোক দিবসের সরকারি বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।প্রভাষক জিএম ওসমানী হাসান ও আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের নেতৃত্বে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতা- কর্মীদের নিয়ে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করে। র্যালীটি পৌর শহরের বিভিন্ন
সড়ক ঘুরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে খাবার বিতরণ করেন।
এদিকে আমতলী উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীরমুক্তিযোদ্ধার নিয়ে মিলাদ ও দোয়া। এছাড়া আমতলী উপজেলার সকল সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।