রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয় শোক দিবসের পালন ও বিনম্র শ্রদ্ধা

রবিউল ইসলাম, খুলনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব” দেশকে তুমি করলে সজিব” বঙ্গবন্ধু শেখ মুজিব” তুমি ছাড়া নেই তো কেহ্” এই বাংলার সত্য প্রেমিক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি” দেশ ও মানুষ গড়ার কারিগর” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবারে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। ইতিহাসের সাক্ষী এই স্বাধীন বাংলার মানুষ বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবার শাহাদাৎ বার্ষিকীর এই দিনটা বাংলার ইতিহাসে বিনম্র শ্রদ্ধায় স্বরণীয় বরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়” যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান” ততদিন রবে কৃতিত্ব তোমার শেখ মুজিবুর রহমান। এ দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্র,খুলনার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিবন্ধীদের,শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে,

এই প্রতিপাদ্য নিয়ে ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে” সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক, কতৃক নিবন্ধিত, চাঁদপুর প্রতিবন্ধী কল্যান সংস্থা পরিচালিত ,রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্র, রূপসা,খুলনা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রবিউল ইসলাম,সহকারী শিক্ষক সোনিয়া পারভীন,মোস্তাসিন বিল্লাহ,জুনিয়র শিক্ষক মরিয়াম,তানিয়া সুলতানা,আল আমিন সবুজ, মোস্তাফিজুর রহমান,ইকলিমা খানম, আমেনা, সীমা,টুম্পা,সাবিনা ইয়াসমিন,শিক্ষা সহয়ক আদরী, আলতাফ হোসেন,লিটন বাকচী, ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হাবিবুর রহমান,জামিলা,রাজু শেখ,আনাজ ফকির,দ্বীন ইসলাম, আবু হুরাইয়া,রিফাত,মরিয়াম ইব্রাহিম,সোহবানিআজিজুল,শামিম,হেলাল নাজমুলসহ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top