প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর লোহাগড়া শাখার শুভ উদ্বোধন

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আল্লাহর দান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর লোহাগড়া শাখার শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ,কে আজাদ (ইকতিয়ার) চেয়ারম্যান প্যারামেডিকেল এন্ড টেকনোলজি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি: আলহাজ্ব মুনসী আলাউদ্দিন, সভাপতি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল বাশার ডলার,যুগ্ম সাধারণ সম্পাদক নড়াইল জেলা আওয়ামীলীগ।
প্রধান পৃষ্ঠপোষক: লে: কমান্ডার এ,এম আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,নড়াইল জেলা আওমীলীগ। বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামছুল আলম ( কচি) সদস্য জেলা পরিষদ।
শেখ মাসুদুর রহমান ( মাসুদ) সাংগঠনিক সম্পাদক, লোহাগড়া উপজেলা আওমীলীগ।

গিয়াস উদ্দিন ভূঁইয়া কাউন্সিলর ৬ নং ওয়ার্ড লোহাগড়া পৌরসভা।মোঃ রাশেদুল হাসান (রাশেদ) চেয়ারম্যান বি আর ডিবি ও সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা আওমীলীগ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ মোশারফ হোসেন মোল্লা অধ্যক্ষ, নব গঙ্গা ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন গোলাম কিবরিয়া মোল্লা, আল্লাহর দান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও শাখা পরিচালক, পিটিএফ, লোহাগড়া শাখা।বক্তাগন, তাদের বক্তব্যে বলেন, গ্রাম বাংলার প্রত্যেকটি স্থানে এমবিবিএস ডাক্তার নেই, একজন অসুস্থ রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্যারামেডিকেল সহ (ফার্স্ট অ্যাড) চিকিৎসক প্রয়োজন, তাই প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করে একজন মানুষ ওই সমস্ত গ্রাম বাংলার অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা দিতে পারবে। সকল প্রশিক্ষার্থী কে সাদরে প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের মানুষদের স্বাস্থ্য সেবা দিয়ে সুস্থ দেহ সুন্দর মন হিসেবে গড়ে তুলতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top