দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন জেলা পরিষদের সভাধিপতি হলেন শ্রীমতী নীলিমা মিস্ত্রী

received_818173203362033.jpeg

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন জেলা পরিষদের সভাধিপতি হলেন সাবেক ইস্কুল শিক্ষক এবং দীর্ঘদিন ধরে ডানপন্থী রাজনৈতিক ঘরনার গৃহবধূ এবং দক্ষিণ চব্বিশ পরগনা ২,জেলা, পরিষদ আসনে র সদস্য শ্রীমতী নীলিমা মিস্ত্রী। তিনি এবার জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ৫৫,হাজের, বেশি ভোটে হারিয়ে জয়ী হয়। এবং তার বাড়ি গভীর সুন্দর বন এলাকায়। তিনি একসময় পেশায় ইস্কুল শিক্ষক ছিলেন। তিনি পাশাপাশি রাজনীতি করতেন। এবং ডানপন্থী রাজনৈতিক জীবন শুরু থেকেই তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতেন। তিনি তিন বার জেলা পরিষদের সদস্য ছিলেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের সাধারণ সম্পাদক এম পি শ্রী অভিষেক ব্যানার্জী র নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন সহ সভাধিপতি হলেন শ্রী মন্ত কুমার মালি।

তিনি একজন মধ্যবিত্ত পরিবারে সন্তান। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল দলের হয়ে কাজ করেছেন। আজকের এই নবনিযুক্ত নতুন সভাধিপতি ও সহ সভাধিপতি কে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা জানান পশ্চিম বাংলা র তৃনমূল দলের সাধারণ সম্পাদক জননেতা বিধায়ক শওকত মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের সভাপতি বিধায়ক জয়দেব হালদার মন্রী দীলিপ মন্ডল ও মন্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নতুন সভাপতি শ্রী সব্যসাচী গায়েন ও সহসভাপতি হাজি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের বিভিন্ন শাখা তৃনমূল দলের নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top