বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

 কামরুজ্জামান শিমুল বাগেরহাট :::: ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ফকিরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ ই আগস্ট) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। তিনি আরো জানান, ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নোয়াপাড়া এলাকার কাটাখালি মোড় সংলগ্ন জনৈক আমজাদ

 

হোসেনের বাড়ির বালু মাঠের উত্তর-পশ্চিম কর্নারে শনিবার রাত দুইটার দিকে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট জেলা সদরের পাতিলাখালি এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে জালাল শেখ (৫৭), যশোরের অভয়নগর উপজেলার ধোনিরগাতি এলাকার মৃত মোতালেবের পুত্র কামরুল ইসলাম (৪০), যশোর কোতোয়ালির হামিদপুর এলাকার মৃত মোকসেদ আলী বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২), নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকার মৃত ধলা গাজীর ছেলে জাকির গাজী(৫৬) এবং জেলা সদরের পাতিলাখালি এলাকার কামাল শেখের ছেলে

 

কাদের শেখ (২৮)। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লোহার রড, চাঁপাতী, হাতুড়ী, চাকু, রেন্জ, প্লাস, হ্যাক্সো ব্লেড, গ্যাসের বার্নার, স্ক্রু ড্রাইভার,কাটার সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং দেশের বিভিন্ন জেলায় তারা ইতিপূর্বে ডাকাতি করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়। পুলিশ সুপার কে এম আরিফুল হক আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাত দলের সদস্য জালাল ও কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বাকি আসামিদের বিষয়েও তদন্ত চলছে। এই দলটি ফকিরহাটে বড় ধরনের ডাকাতি করার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছে। বিশেষ করে রংপুর কুড়িগ্রাম এবং রাজশাহীতেও তারা এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top