সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২২ -২০২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী বাদাম চাষের উপর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাতক সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা
তৌফিক হোসেন খাঁন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই) মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, ইউপি সদস্য সমরুজ আলী, স্থানীয় শিপন আহমেদ প্রমুখ। এ সময় উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং এলাকার আব্দুল বাহার, চান মিয়া, আব্দুল মতলিব, আকল মিয়া, আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।