সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে পল্লীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উত্তর খুরমা ইউনিয়নের ৭৮ জন উপকার ভোগীদের মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব শামীম আহমদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ সুপার ভাইজার মিজানূর রহমান, ইউপি সদস্য খালিদ আহমদ খলিল, সায়াদুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল হুদা, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি মাওলানা আতাউর রহমান, ইউপি সদস্য আজাদ মিয়া, নুর উদ্দীন, জয়নাল আবেদীন, রসিক আলী, ছাদ মিয়া, সজল মিয়া, মহিলা সদস্য রুপতন মালা, মিঠু রানী পাল, রুখসানা বেগম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা আজিজুল হক, অফিস সহকারী আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমূখ। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা বৃদ্ধি করা হয়েছে।
মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, ভিক্ষুক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা চালু করা হয়েছে। সকল প্রকার ভাতা ভোগীরা এর সুফল ভোগ করছেন। তিনি আরো বলেন, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে মুহিবুর রহমান মানিক এমপি”র ব্যাপক অবদান রয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মুহিবুর রহমান মানিক কে ছাতক – দোয়ারা আসনের এমপি নির্বাচিত করে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।