ছাতকে সিংচাপইড় ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিত করণ উপলক্ষে সভা

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিত করণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ আগষ্ট দুপুরে ইসলামিক রিফিল বাংলাদেশ (STEP) এর আয়োজনে সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশ( STEP) এর সহকারী প্রকল্প কর্মকর্তা পিংকু লাল দে এবং কমিউনিটি মোবিলাইজার মোছাঃ রহিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের

 

ঝুঁকিপূর্ণ এলাকা এবং সমস্যা গুলো চিহৃিত করেন গ্রুপ টিম। সভায় প্যানেল চেয়ারম্যান আব্দুল ওদুদ, ইউপি সচিব আশরাফুল ইসলাম, মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদুর রহমান মানিক, ইউপি সদস্যা সত্যারানী পাল, জোসনা বেগম, রানা বেগম, সদস্য রফিকুল ইসলাম, একরাম আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাছরুফ আলী, ব্র্যাক কর্মকর্তা বদরুল আলম, পল্লি বিদ্যুৎ কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবলীগ নেতা দিলোয়ার হোসেন চয়ন, ইউনিয়ন উদ্যোক্তা

 

কামাল আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল বলেন ইসলামি রিলিফ বাংলাদেশ ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে কাজ শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী এ প্রকল্পে সিংচাপইড় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করায় এবং মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার ২০টি পাকা ঘর তার ইউনিয়নের অসহায় মানুষদের দেয়ার জন্য তিনি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইসলামি রিলিফ বাংলাদেশ (STEP) এর সফলতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top