হারাধন কর্মকার রাজস্থলীঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই সেনা জোনের অটল ছাপ্পান্নের উদ্যোগ রাজস্থলী উপজেলায় বিভিন্ন পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী। গত ৯ আগস্ট বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নের হাজীপাড়া, নোয়াপাড়া, তালুকদার পাড়ায় বসবাস ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জোন কমান্ডারের দিক নির্দেশনা ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম কমান্ডার লেঃ আবীর আরমান নুর,
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ,এবং ঘিলাছড়ি ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার প্রমূখ। ত্রান বিতরণ কালে ক্যাম্প কমান্ডার লেঃ আবীর আরমান নুর বলেন বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পারে নিজেকে ধন্য মনে করছে। এদিকে সেনাবাহিনী পায়ে হেঁটে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খুশিতে আত্মহারা।