ছাতকে ১২৫ টি অসহায় ভূমিহীন পরিবারের মাঝে মুজিব বর্ষের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

সেলিম মাহবুব, ছাতকঃ দেশের ১২টি জেলার ১২৩ উপজেলাকে গৃহ ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২ হাজার ১০১ ভুমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এ ঘোষণা দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২, প্রকল্পের আওতায় এসব জমির দলিল সহ পাকা ঘরের চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন শেষে ছাতকে চতুর্থ পর্যায়ের ১২৫ টি অসহায় পরিবারের মধ্যে পাকা ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ছাতক উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত ঘর হস্তান্তর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ প্রমুখ। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ ইমান আল হুসাইন, কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, তথ্য কর্মকর্তা সাবিহা মোস্তারী, উপসহকারী ভুমি কর্মকর্তা রেবুল কুমার দাস, ইউপি সদস্য তাজ উদ্দিনসহ কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top