শার্শায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

 ইকরামুল ইসলাম বেনাপোল ::: শার্শায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকালে ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান

 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এসময় শার্শা থানর অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম

 

খলিল, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হুসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল চেয়াম্যানসহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। মতবিনিময় শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top