কেএমপি’র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্ত এর গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,খুলনাঃ আজ ০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ,দুপুর ১২.৪৫ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় তালিকাভুক্ত সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে টেরা মোস্ত এর গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। কেএমপি’র পুলিশ কমিশনার বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ করে গূরত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অপরাধ যেমন-খুন, গণধর্ষণ, ডকাতি, দস্যুতা, অপহরণ, মামলায় অভিযুক্ত আসামী গ্রেফতার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ও অপরাধের মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করতে দৃঢ় প্রতিজ্ঞ। খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমানুষের নিরাপত্তা বিধানে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরীর বিভিন্ন থানায় আজ মোট ১৩ টি মামলায় ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।”

অদ্য ০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত্র ০১.০৫ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্ত, পিতা-শেখ আবুল হোসেন, সাং-লবণচরা বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্তর নিকট হতে ০১ (একটি) চাপাতি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্তর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামী শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্ত’র বিরুদ্ধে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ০৮ টি হত্যা মামলা, ০৪ টি চাঁদাবাজি মামলা, ০১ টি জালিয়াতি মামলা, অস্ত্র আইনে ০১ টি মামলা এবং বিভিন্ন আইনের ধারায় ১২ টি মামলা সহ সর্বমোট ২৬ টি মামলা রয়েছে।

অপর একটি ঘটনায় গত ০৮ আগস্ট ২০২৩ খ্রিঃ ২২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম এর নেতৃত্বে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন খুলনা-যশোর রোড সংলগ্ন ছায়রা ফিলিং স্টেশনের পিছনে অবস্থিত জনৈক রাজা বিশ্বাসের দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার সামনের দক্ষিণ পাশের আসামীর ভাড়াকৃত দুই কক্ষ বিশিষ্ট ফ্লাটের শয়ন কক্ষের মধ্য হতে আসামী ১) কায়েস শিকদার(৩৬), পিতা-মৃত: মোতালেব শিকদার, সাং মানসা ১নং ওয়ার্ড, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বয়রা কলেজ মোড় ছায়রা ফিলিং স্টেশনের পিছনে জনৈক রাজা বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর, খুলনা মহানগরী’কে ০১ টি পিস্তল ম্যাগজিনসহ, ০৭ রাউন্ড গুলি, ০৪ টি চাপাতি, ০৩ টি চাইনিজ কুড়াল, ০১ টি দা এবং ০২ টি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরী এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে ২টি মামলা আছে ।

মিডিয়া ব্রিফিংয়ের শেষ পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে পুলিশ কমিশনার বলেন, “জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দূর্বৃত্তায়ন যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ-ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top