খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি’ সঙ্গে চায় সচেতন প্রতিবেশী’’ এই স্লোগানে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় বিভিন্ন কর্মসুচি পালন করেছে। গত ৬ আগস্ট রবিবার সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন-২৩ অনুষ্ঠিত হয়। বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি নির্দেশক্রমে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় প্রতিষ্ঠানটি র্যালি, আলোচনা সভা, সচেতনতামুলক লিফলেট বিতরণ, প্রচার মাইকিং, মশা নিধোন ঔষাধ ছিটানো, ক্লাস ও ক্যাম্পাসের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানসহ বিভিন্ন কর্মসুচি পালন করেন। রবিবার সকাল ১০টায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রালীটি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে কুয়েট রোর্ডের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। ব্যালিতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনামূলক বিভিন্ন বানী সম্বলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। পরে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে ‘‘ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি’ সঙ্গে চায় সচেতন প্রতিবেশী’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং হিসাব রক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় খুলনা কারিগরি
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, চীফ ইন্সেটেক্ট্রর মো. রুস্তম আলী, সৈয়দ হাসান তানভীর, জয়দ্রত ইজারাদার, জেলারেল শিক্ষক নিখিল চন্দ্র সরকার, মো. বাবুল হোসেন, নিশিত কুমার রায়সহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থী, সংবাদকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম বলেন, বিএমইটি’র মহাপরিচালক মহোদয়ের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনতায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গত ২ আগস্ট ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন-২০২৩ এর কার্যক্রম শুরু করেছে। কার্যক্রমের অংশহিসাবে ক্যাম্পাসের ড্রেনসহ মশা বংশবৃদ্ধি পায় এমন সকল স্থান ধ্বংশ করা হয়। একই সাথে কাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নসহ সেচতনতামূলক ক্যাম্পেইন করা হচ্ছে।