খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই, নির্বাচিত হয়েছেন কে,এম সাদ্দাম হোসেন

শফিয়ার রহমান খুলনাঃ খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই, কে‌ এম সাদ্দাম হোসে) নির্বাচিত হওয়ার জন্য
রোববার সকালে খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) হাতে সম্মাননা স্বীকৃতিস্বরূপ সনদপত্র তুলে দেন। খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে
অফিসার ইনচার্জ পাইকগাছা থানা ওসি রফিকুল ইসলাম এর স্যারের জন্য মহান অবদান আমি স্যারের দিক নির্দেশনায় ও সহকর্মীদের সহয়তায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ

খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই, কে‌ এম সাদ্দাম হোসে নির্বাচিত হওয়ার জন্য । সমাজ থেকে মাদক জুয়া নামের এ ব্যাধি সমূলে দূর করতে হবে।মাদক‌ ও জুয়া বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করে এযুদ্ধে সচেতন সকলকে অংশ নিতে হবে।আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পাইকগাছা উপজেলা বাসীকে অচিরেই মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। ও নিরাপত্তায় সম্মানের শহীদ গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালন করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *