খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রধানমন্ত্রীর উপহার ৪র্থ পযার্য়ের(২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন ৫৮৩টি পরিবারকে গৃহ প্রদান করা হচ্ছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এসময় তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন ও ভুমিহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
আগামী ৯আগস্ট ২৩ইং উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, জেলা সদরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় ৭হাজার ২৮পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত জমিসহ ৬হাজার ৪৪৫ঘর হস্তান্তর করা হয়েছে।