অভিশপ্ত নারী
সাদিয়া আক্তার তামান্না
এক অভিশপ্ত নারীর কাহিনী
তার হাহাকার আজো আমি শুনি
এক অভিশপ্ত নারীর কাহিনী।
ছোট্ট থেকে বড় হওয়া খুব যে অনাদরে,
লুকিয়ে কষ্ট, মুখে রাখতো হাসি ভরে!
ও তো ছিলো স্বপ্নে দুর্বল
অভিশাপে গড়াতো চোখের জল।
ওর জীবনে ছিলো লোকের নজর পড়া
অপূর্ণ সব, জীবন্ত লাশ হয়ে মরা!
সে নারী আজ দিয়েছে ছেড়ে হাল,
ও চাই যেন মরণ হয় আজ না কাল।
সৃষ্টিকর্তার কাছে ওর একটি কথা,
কি ভুল ছিলো জীবন দুঃখে কেন গাঁথা!
সহ্য করতে পারে নি ওর স্বপ্ন লোকে,
ওর দিন কেটে যায় এই শোকে শোকে!