সাগর কুমার বাড়ই জেলা প্রতিনিধি খুলনাঃ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) তে চলমান ১০ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা আজ (রবিবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য
অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসানসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা লাভ করেন।