দিঘলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের বসতবাড়ীতে ঢুকে বাড়ির সদস্যদের মারধর, ভাঙ্গচুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ দিঘলিয়ার পানিগাতি গ্রমে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে জরুরী প্রয়োজনে বাড়দিঘলিয়ার পানিগাতী গ্রামের বাসিন্দা মৃত আঃ খালেক শেখের পুত্র জয়নাল শেখ (৫৫) জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে জনৈক শাহজাহান শেখের বাড়ির নিকট এলে পূর্ব থেকে ওঁৎ

পেতে থাকা একই এলাকার বাসিন্দা (১) আসলাম শেখের পুত্র আলফাজ শেখ, (২) আবজাল শেখের পুত্র মামুন শেখ ও (৩) আজগর আলীর পুত্র আবজাল শেখ লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় গুরুতর আহত অবস্থায় জয়নাল শেখ ঘটনাস্থল থেকে দৌঁড়িয়ে শাহজাহান শেখের বাড়িতে আশ্রয় নেয়। তখন বিবাদী গন জয়নাল শেখ এর বাড়ির ভিতর প্রবেশ করে জয়নাল শেখ এর স্ত্রী ও মেয়েকে মারধর করে এবং জয়নাল শেখের ঘরে থাকা এক লক্ষ টাকার স্বর্ণালংকার ও জমি রেজিস্ট্রি করতে রাখা ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এসময় জয়নাল শেখ

গুরুতর আহত হওয়ায় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জয়নাল শেখ বাদী হয়ে উক্ত তিন জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, সরকারি পুকুরের আধিপত্য নিয়ে দুই পক্ষ গোলমাল করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top